যেসব গেমে মজে ছিল ভিডিওপ্রেমীরা

0

ভিডিও গেম বললেই চোখের সামনে ভেসে ওঠে শিশু-কিশোরের ছবি। কিন্তু এখন শুধু শিশু-কিশোর নয়, তরুণ থেকে শুরু করে মধ্যবয়স্ক ব্যক্তিদেরও ভিডিও গেমস নিয়ে বুঁদ হয়ে থাকতে দেখা যায়। আর ভিডিও গেমপ্রেমীদের জন্য এ বছরটি ছিল দুর্দান্ত। সনি প্লেস্টেশন, মাইক্রোসফট এক্সবক্স কিংবা পিসিতে দুর্দান্ত গ্রাফিকস গেম হিসেবে অনেককেই মাতিয়ে রেখেছিল এ গেমগুলো।

আনচার্টেড ৪: অ্যা থিফস এন্ড:

 

সনি কম্পিউটার এন্টারটেইনমেন্টের তৈরি ও নটি ডগসের প্রকাশনায় অ্যাকশন রোমাঞ্চে ভরপুর গেমটি এ বছর উন্মুক্ত হয়। এটি আনচার্টেড ৩ গেমটির সিক্যুয়েল। গেমটির প্রধান চরিত্র নাথান ড্রেক। গুপ্তধনের সন্ধানে রোমাঞ্চকর অভিযাত্রা নিয়ে তৈরি গেমটি। এটি শুধু প্লেস্টেশন প্ল্যাটফর্মের জন্য তৈরি। সিংগেলপ্লেয়ার ও মাল্টিপ্লেয়ার মোডে গেমটি খেলা যায়।

ডিউস ইএক্স: ম্যানকাইন্ড ডিভাইডেড:

 

পিসি, সনি প্লেস্টেশন ৪ ও মাইক্রোসফট এক্সবক্স ওয়ান কনসোলে এ গেমটি খেলা যায়। রোল প্লেয়িং ভিডিও গেমটির নির্মাতা এইদোস মন্ট্রিয়াল। এর প্রকাশক স্কয়ার এনিক্স। আগের ডিউস এক্স: ম্যানকাইন্ড রেভুল্যুশন গেমটির মতো ম্যানকাইন্ড ডিভাইডেড গেমটিতে অ্যাডাম জেনসেনের চরিত্র নিয়ে খেলা যাবে।

 

ডুম (২০১৬):

 

ফার্স্ট পারসন শুটার গেমটি এ বছরের মে মাসে উন্মুক্ত করে প্রকাশক বেথিসডা সফটওয়ার্কস। এর নির্মাতা আইডি সফটওয়্যার। পিসি, প্লেস্টেশন ও এক্সবক্সের উপযোগী গেমটিতে গেমারকে নাম-পরিচয়হীন এক মেরিন সেনার চরিত্র নিতে হয়। মঙ্গল গ্রহকে শত্রুমুক্ত করতে খেলতে হয় গেমারকে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat