এবার আইফোনে যুক্ত হচ্ছে চেহারা শনাক্তের প্রযুক্তি

0
Array

নিজেদের আইফোনের মতো স্মার্ট ডিভাইসে চেহারা শনাক্তের প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে অ্যাপল। আর তা বাস্তবায়নে ইসরায়েলভিত্তিক স্টার্টআপ কোম্পানি কেনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য যাবতীয় আনুষ্ঠানিকতাও শেষ করেছে অ্যাপল।

ধারণা করা হচ্ছে, চলতি মাসেই স্টার্টআপ কোম্পানি কেনার প্রক্রিয়া শেষ করবে অ্যাপল। তবে এ জন্য কী পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে তা জানায়নি অ্যাপল।

মূলত স্মার্ট ডিভাইসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় চেহারা শনাক্তের প্রযুক্তি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিযোগী অন্যান্য কোম্পানিগুলোর ডিভাইসে ইতোমধ্যেই চেহারা শনাক্তে `ফেস রিকগনিশন` প্রযুক্তি ব্যবহৃত হলেও অ্যাপল এক্ষেত্রে পিছিয়ে রয়েছে।

জানা গেছে ডিভাইসে ফেস রিকগনিশন প্রযুক্তি থাকলে ব্যবহারকারী তার চেহারা দেখিয়ে ফোন লক-আনলক করতে পারেন। সাধারণত অধিকাংশ স্মার্ট ডিভাইসে সর্বশেষ প্রযুক্তি হিসেবে ফিঙ্গার প্রিন্ট পাসওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। চেহারা শনাক্তের প্রযুক্তিকে বলা হচ্ছে নতুন প্রজন্মের পাসওয়ার্ড। ধারণা করা হচ্ছে, অ্যাপলের পরবর্তী আইফোন ও ট্যাবলেট পিসিতে চেহারা শনাক্তে এ প্রযুক্তি ব্যবহৃত হবে।
সূত্র : ইন্টারনেট

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat