মেসেজ আনসেন্ড করার সুবিধা আনছে ফেসবুক

0
Array

ফেসবুকের কমেন্টে ভুলবশত কিছু লিখে ফেললে তা এডিট করা বা মুছে ফেলার সুযোগ রয়েছে। কিন্তু চ্যাটে ভুলভাল কিছু লিখে সেন্ড করে ফেললে তা ফিরিয়ে নিয়ে এডিট করা বা ডিলিট করার কোনো অপশন নেই। দেরিতে হলেও প্রয়োজনীয় এই ফিচার এবার মেসেঞ্জারে আনতে যাচ্ছে ফেসবুক।

প্রযুক্তিবিষয়ক টিপস প্রদানকারী জেন ওয়াং তার টুইটারে আনসেন্ড মেসেজ ফিচারটির একটি স্ক্রিনশট পোস্ট করেন। সেখানে দেখা যায়, ডিলিট মেসেজের পরই রয়েছে আনসিন মেসেজ অপশনটি। জিমেইলে আনডু সেন্ড অপশনে ক্লিক করে মেসেজ ফিরিয়ে আনতে ব্যবহারকারীরা ৩০ সেকেন্ড সময় পায়। কিন্তু ফেসবুকের আনসেন্ড ফিচারটিতে কতক্ষণের মধ্যে ক্লিক করতে হবে তা জানাননি ওয়াং।

ফেসবুক জানিয়েছে, সবার জন্য উন্মুক্ত করার আগে আনসেন্ড মেসেজ ফিচারটি নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। এতদিন ডিলিট মেসেজের অপশন থাকলেও সেটার মাধ্যমে শুধু মেসেজ প্রেরকের চ্যাটবক্সের হিস্ট্রি মোছা যেত। তবে মেসেজটি যাকে পাঠানো হচ্ছে তার চ্যাটবক্সের হিস্ট্রির কোনো পরিবর্তন ঘটত না।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat