নিরাশার জাতীয় অ্যাথলেটিকস

0
Array

পড়ন্ত বিকেলে বাদ্যি-বাজনায় বঙ্গবন্ধু স্টেডিয়াম কাঁপিয়ে উৎসবে মেতে উঠল বাংলাদেশ সেনাবাহিনী। সঙ্গে সেনাদলের পুরুষ ও মহিলা অ্যাথলেটদের প্রায় ২০ মিনিটের আনন্দনৃত্য জানান দিল ৪০তম জাতীয় অ্যাথলেটিকসে সেনাবাহিনীই সেরা দল।
প্রতিদ্বন্দ্বী নৌবাহিনীর চ্যালেঞ্জ উতরাতে পেরেই সেনাবাহিনীর এত আনন্দ। আর তা দেখে নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ সচিব বোর্ডের কমান্ডার শহিদ হাসান বলছিলেন, ‘আমরা গত সামারে চ্যাম্পিয়ন হয়েছিলাম ১৫টি সোনা নিয়ে, সেনাবাহিনী ১৩টি। এবার চোটের কারণে আমরা বেশ কিছু সোনা হারানোয় পারলাম না।’
সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার সচিব মেজর লোকমান হোসেন উচ্ছ্বসিত হয়ে বললেন, ‘খেলোয়াড়দের একাগ্রতা ও পরিকল্পনাই ভালো ফল এনে দিয়েছে। ভালো পরিবেশ ও সর্বোচ্চ সুযোগ দেওয়ার চেষ্টা করি আমরা।’

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat