সুদানে সামরিক অভ্যুত্থানের নিন্দা, প্রধানমন্ত্রীর মুক্তি দাবি জাতিসংঘ মহাসচিবের

0
Array

সুদানে চলমান সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সাংবিধানিক সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখার আহবান জানানোর পাশাপাশি জাতিসংঘ সুদানের জনগণের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।সোমবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তিনি লিখেছেন-

আমি সুদানে চলমান সামরিক অভ্যুত্থানের নিন্দা জানাই। প্রধানমন্ত্রী হামদুক ও অন্যান্য কর্মকর্তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বহু কষ্টে অর্জিত রাজনৈতিক উত্তরণকে রক্ষার জন্য সাংবিধানিক সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকতে হবে। জাতিসংঘ সুদানের জনগণের পাশে থাকবে।”

উল্লেখ্য, সুদানে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। এর আগে সোমবার খুব ভোরে তারা প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুক ও তার কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat