তাঞ্জানিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় নিহত ৩৫

school bus
Array

তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলীয় পর্যটন এলাকায় একটি স্কুলবাস গিরিসঙ্কটে পড়ে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে আরুশা এলাকার ওই দুর্ঘটনায় ৩২ জন স্কুল শিশু, দুই শিক্ষক ও বাসটির চালক নিহত হয়েছে বলে জানিয়েছে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আরুশার পুলিশ কমিশনার চার্লস মকুবো টেলিফোনে রয়টার্সকে বলেছেন, বৃষ্টির মধ্যে পাহাড়ের ঢাল বেয়ে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। যান্ত্রিক সমস্যার কারণে না, চালকের ভুলে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছি আমরা।

কারাতু জেলার কারাতু শহরের কাছের এ দুর্ঘটনায় নিহত সব শিক্ষার্থী ক্লাস সেভেনের ছাত্র এবং তাদের সবার বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে বলে জানিয়েছেন তিনি। মকুবো আরো জানান, পরীক্ষার সিট পড়ায় লাকি ভিনসেন্ট স্কুলের এই শিক্ষার্থীরা অন্য একটি স্কুলে যাচ্ছিলো। এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে বর্ণনা করেছেন।

About Author

  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat
  • Click to Chat