টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতি,চালক রাজা মিয়া ৫ দিনের রিমান্ডে

টাঙ্গাইলে চলন্ত বাসে ধর্ষণ ও ডাকাতির মামলায় গ্রেফতার ডাকাত দলের সদস্য রাজা মিয়াকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদল কুমার চন্দ এই রিমান্ড মুঞ্জুর করেন।
এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন সাতদিনের রিমান্ড আবেদন করে আসামীকে আদালতে পাঠান।
টাঙ্গাইল আদালত পরিদর্শক তানবীর আহমেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং টাঙ্গাইল থেকে ঢাকা সড়কে ঝটিকা বাসের চালক ছিলেন।